• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

৭০০ বছরের পুরনো বটগাছকে স্যালাইন দিয়ে রক্ষার চেষ্টা

ছবি : ইন্টারনেট

ফিচার

বটগাছকে স্যালাইন দিয়ে বাঁচানোর চেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ এপ্রিল ২০১৮

প্রায় ৭০০ বছরেরও বেশি পুরনো একটি বটগাছ সম্প্রতি উইপোকার মারাত্মক আক্রমনের কারণে হুমকির মুখে রয়েছে।

দক্ষিণ ভারতের তেলেঙ্গানায় প্রায় তিন একর জায়গা জুড়ে বিস্তৃত এই বটগাছটি। এটিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বটগাছ ‍হিসেবে বলা হচ্ছে। দেশ বিদেশ থেকে বহু পর্যটক গাছটি দেখতে যান।

কীটনাশকের স্যালাইন দিয়ে বিরল এই গাছটিকে  ধ্বংসের হাত থেকে রক্ষা করার চেষ্টা চলাচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ব্যাপারে সরকারি কর্মকর্তা পান্ডুরাঙ্গা রাও জানান, ‘প্রয়োজনে সার ব্যবহার করা হচ্ছে। গাছের ডালপালা যাতে ভেঙে না পড়ে সে জন্য সিমেন্ট প্লেটের ব্যবস্থা করা হয়েছে।’

অপর এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘গাছের ক্ষতিগ্রস্থ জায়গাগুলোতে আমরা ফোঁটা ফোঁটায় তরল কীটনাশক দেয়ার ব্যবস্থা করেছি, এটা অনেকটা স্যালাইন থেকে ফোঁটার মতো যেভাবে পড়ে ঠিক সেভাবে।

গাছটির ডালপালা ভাঙা রোধে গত বছরের ডিসেম্বর থেকে পর্যটকদের ওপর সীমাবদ্ধতা দিয়েছে কর্তৃপক্ষ। উইপোকার আক্রমন এবং পর্যটকরা এর ডালপালায় ঝুলে বাঁকিয়ে দিচ্ছে, এসব কারনে গাছটি হুমকির মুখে রয়েছে।

কর্মকর্তারা এখন এই গাছটিকে পোকার সংক্রমণ থেকে বাঁচানোর সর্বাত্বক চেষ্টা করছেন।নতুন করে যাতে পোকার সংক্রমণ না ঘটে সেজন্যে এর শেকড়েও পাইপ দিয়ে কীটনশাক দেওয়া হচ্ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads