• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

আলমাস সুপার শপ

ছবি সংগৃহীত

ফিচার

আলমাস সুপার শপ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ জুলাই ২০১৮

রিটেইল চেইন শপগুলোর মধ্যে আলমাস সুপার শপ অন্যতম। ১৯৯১ সালে আলমাস প্রতিষ্ঠিত হয়। রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত প্রধান শাখাটি ছাড়াও ধানমন্ডি-২৭, ধানমন্ডি-১৫, ধানমন্ডি-৫, উত্তরা-৯ নম্বর সেক্টর ও বসুন্ধরা সিটিতে আরো পাঁচটি শাখা রয়েছে। কাঁচা মাছ, মাংস ছাড়া সব ধরনের গ্রোসারি পণ্যের পাশাপাশি শাড়ি, জুতা, ব্যাগ, গহনা, প্রসাধনসামগ্রী, ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, ইলেকট্রনিকস পণ্য, স্টেশনারি পণ্য, শিশুদের খেলনাসহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় টুকিটাকি প্রায় সব ধরনের পণ্যই এই সুপার শপটির বিভিন্ন শাখায় পাওয়া যায়। এখানে হট সেল পণ্য বলতে রয়েছে শাড়ি এবং মহিলাদের ব্যাগ। এ ছাড়াও রয়েছে মেয়েদের হ্যান্ডব্যাগের একটি বড় সংগ্রহ। চামড়ার ব্যাগের জন্য বিখ্যাত বিভিন্ন দেশ থেকে এগুলো আমদানি করা হয়। প্রায় সব ধরনের দেশি-বিদেশি কসমেটিকস পণ্য এখানে পাওয়া যায়। মেয়েদের পাশাপাশি ছেলেদের জন্য রয়েছে বিভিন্ন ব্র্র্যান্ডের বেল্ট, ওয়ালেট, পাঞ্জাবি, শার্টের সম্ভার। রয়েছে পারফিউমের বড় একটি কালেকশন।

আলমাসে যেকোনো পণ্যের বেলায় কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করা হয়। পণ্য সংগ্রহের সময়েই উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে মানের ব্যাপারে নিশ্চয়তা নেওয়া হয়। এখানে নিজস্ব কোয়ালিটি টিম রয়েছে, এই টিমের সাহায্যে সংগৃহীত পণ্যের মান যাচাই করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads