• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
প্রাণ জাগানো বর্ষার গান

আজি ঝরঝর মুখর বাদল দিনে

সংরক্ষিত ছবি

ফিচার

প্রাণ জাগানো বর্ষার গান

  • ফিচার ডেস্ক
  • প্রকাশিত ১৬ জুলাই ২০১৮

রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান

আজি ঝরঝর মুখর বাদল দিনে, মন মোর মেঘের সঙ্গী, এমন দিনে তারে বলা যায়, নীল নবঘনে আষাঢ় গগনে।

নজরুলের বর্ষার গান

শাওন-রাতে যদি স্মরণে আসে মোরে, মেঘমেদুর বরষায় কোথায় তুমি, এমনি বরষা ছিল সেদিন, বরষা ঐ এল বরষা, ঝর ঝর ঝরে শাওন ধারা।

বর্ষায় আধুনিক বাংলা গান

আকাশ এতো মেঘলা যেও নাকো একলা, আমাকে সারাটা দিন মেঘলা আকাশ, ওগো বর্ষা তুমি ঝরোনা গো, এলো বরষা যে সহসা মনে তাই, আজ এই বৃষ্টির কান্না দেখে, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, চলো বৃষ্টিতে ভিজি, যদি মন কাঁদে,বৃষ্টি ছুঁয়ে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নূপুর।

বর্ষার লোকগীত

আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে।

বাংলা ব্যান্ড : শ্রাবণের মেঘগুলো, বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, বৃষ্টি নামছে আজ আকাশ ভেঙ্গে, এই বৃষ্টি ভেজা রাতে। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads