• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
আভিজাত্যে অনন্য লা রিভ কালেকশন

পোশাকে স্বপ্নের প্রতিফলন ঘটাতে ২০০৯ সালে যাত্রা শুরু লা রিভের

সংরক্ষিত ছবি

ফিচার

আভিজাত্যে অনন্য লা রিভ কালেকশন

  • প্রকাশিত ১২ আগস্ট ২০১৮

নিজেকে আবরণে রাখতে সুই-সুতার বুননে কাপড়ের চল বহু আগের হলেও কালে কালে সুতা হয়েছে রঙিন আর মানুষও হয়ে উঠেছে ফ্যাশনসচেতন। উৎসব-পার্বণে তাই সুই-সুতা, কাঁচি আর ফিতা এখন নিত্য অনুষঙ্গ। ঈদ মানে খুশি। আর তাই আসছে ঈদে এই খুশির আমেজ আরো বাড়িয়ে দিতে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘লা রিভ’ সেজেছে দারুণ সব পোশাকের সমাহারে।

সঠিক দামে ভালো মান ও আকর্ষণীয় নকশায় অনন্য লা রিভের সমাহারে রয়েছে ঘরে কিংবা বাইরে কাজের পরিবেশসহ বেড়াতে যাওয়ার আরামদায়ক ও মানানসই সব পোশাক। ঢাকা, নারায়ণগঞ্জ ও সিলেটসহ লা রিভ স্টোরের পাশাপাশি www.lerevecraze.com ওয়েবসাইট থেকেও ‘ক্যাশ অন ডেলিভারি’ সুবিধায় যেকোনো বয়সের নারী-পুরুষ ও শিশুদের পোশাক কেনা যাবে ঘরে বসেই।

যেকোনো বয়সের নারীদের জন্য রয়েছে অ্যাবসট্রাক্ট প্রিন্ট, সুইস ডট, ফ্লোরাল প্রিন্ট, ব্যান্ড কলার, অ্যাসিম্যাট্রিকাল ইয়ক ডিজাইনসহ বিভিন্ন নকশার লং শার্ট, সালয়ার-কামিজ, দোপাট্টা, টিউনিক, জামা, টপ, হারেম ও পালাজ্জোসহ নিয়মিত সব ফ্যাশন অনুষঙ্গ। রুচিশীল ঘরোয়া থেকে জমকালো এসব পরিচ্ছদে আধুনিকতার ছোঁয়া দিতে যোগ করা হয়েছে ক্রস বডি স্টাইলিং, ইনফ্লুয়েনশিয়াল পাইপিং স্টাইল, বোল্ড স্ট্রাইপ, লেয়ারিং, নেকলাইনফেন্সি বাটন ও এমব্রয়ডারি।

আভিজাত্যে অনন্য লা রিভ পাঞ্জাবির সমাহারে পুরুষের জন্য রয়েছে প্রিমিয়াম পাঞ্জাবি কালেকশন ও সেটসহ ডেনিম লুক পায়জামা, টি-শার্ট, পোলো শার্ট ও অন্যান্য নিয়মিত সব পোশাক।

শিশুরা যেকোনো আনন্দোৎসবের প্রাণ আর তাদের জন্যও ঈদ সবচেয়ে জাঁকজমকপূর্ণ উপলক্ষ বলে নবজাতক থেকে টিনএজারদের জন্য লা রিভে রয়েছে আরামদায়ক এবং উজ্জ্বল রঙের হরেক নকশার পোশাক ও অনুষঙ্গ। লা রিভ ঈদ পোশাক সমাহারে শিশুদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, টিশার্ট, জ্যাকেট, জিন্স, ফ্রক, অভেন, সালয়ার-কামিজ, দোপাট্টা ও ঘাঘরা-চোলিসহ আরো অনেক কিছু।

পোশাকে স্বপ্নের প্রতিফলন ঘটাতে ২০০৯ সালে যাত্রা শুরু লা রিভের। মিরপুর, মোহাম্মদপুরে আদাবর থানা সংলগ্ন হীরা টাওয়ার ও বাসাবোর আগমন সিনেমা কমপ্লেক্সে ফ্ল্যাগশিপ স্টোরসহ ঢাকার বনশ্রী, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, ওয়ারী, বেইলি রোড, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি ও গুলশানে পুলিশ প্লাজাসহ নারায়ণগঞ্জ, সিলেট ও খুলনায় নিজস্ব আউটলেট রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads