• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
 মাগুড়ার দর্শনীয় ও ঐতিহ্যবাহী নিদর্শন

ছান্দড়ার জমিদারবাড়ী

সংগৃহীত ছবি

ফিচার

 মাগুড়ার দর্শনীয় ও ঐতিহ্যবাহী নিদর্শন

  • মাগুরা প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ আগস্ট ২০১৮

১. তালখড়ির জমিদারবাড়ী। ২. রাজা মানসিংহের সিদ্ধেশ্বরী মঠ। ৩. ছান্দড়ার জমিদারবাড়ী। ৪. সম্রাট আকবরের নির্মিত মসজিদ। ৫. গরীব শাহ দেওয়ান। ৬. জমিদার পাল চৌধুরী। ৭. কবি কাদের নেওয়াজের সমাধি। ৮. কবি ফররুখের বাড়ি। ৯. বাবুখালী কুঠিবাড়ী। ১০. হাজরাপুর নীলকুঠি বাড়ি। ১১. হজরত পীর-এ-কামেল মোকাররম আলী শাহের দরগাহ। ১২. গোপালগ্রাম শাহী মসজিদ। এছাড়াও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজা সীতারাম রায়ের রাজবাড়ী- মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রাজা সীতারাম রায়ের রাজবাড়ীটি আজো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাই রাজবাড়ীটি দেখতে মানুষ ভিড় করে। মধুমতির পাড়ে সপ্তদশ শতাব্দীতে স্বাধীনচেতা ও প্রজাবৎসল রাজা সীতারাম রায় তার রাজধানী স্থাপন করেন। রাজা সীতারাম আজ নেই, নেই কোনো রাজ-কর্মচারী, সৈন্য-সামন্ত, পাইক-পেয়াদা। নেই কোনো কর্মচাঞ্চল্য, কোলাহল। শুধু কালের সাক্ষী হয়ে আজো দাঁড়িয়ে রয়েছে রাজপ্রাসাদ, দোলমঞ্চ, পুকুরসহ অসংখ্য জলাশয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads