• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
দুর্নীতি ও মাদকমুক্ত পরিচ্ছন্ন জেলা গড়তে চাই 

মো. মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, নওগাঁ 

ছবি : সংগৃহীত

ফিচার

বিশেষ সাক্ষাৎকার

দুর্নীতি ও মাদকমুক্ত পরিচ্ছন্ন জেলা গড়তে চাই 

  • নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ সেপ্টেম্বর ২০১৮

রাজশাহী বিভাগের ৮টি জেলার মধ্যে নওগাঁ অন্যতম। সারা দেশের মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম জেলা। আমি এ জেলায় যোগদানের পর থেকেই প্রশাসনের প্রতিটি দফতর থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যেই জেলার ব্র্যান্ডিংয়ের কাজ শেষ করেছি। এ জেলার ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। আমি একটি দুর্নীতি ও মাদকমুক্ত পরিচ্ছন্ন জেলা করতে চাই। এজন্য প্রতি শুক্রবার সবাইকে নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করতে এবং নিজের শরীরকে ঠিক রাখতে হাঁটা প্রোগ্রাম শুরু করেছি। প্রতিটি উপজেলা ও ইউনিয়নকে এই প্রোগ্রাম করতে নির্দেশ দিয়েছি। এ জেলার প্রতিটি ইউনিয়ন ভিক্ষুকমুক্ত, মাদকমুক্ত ও বাল্যবিয়েমুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছি। ভিক্ষুকমুক্ত করার জন্য ইতোমধ্যেই প্রায় ৬৫ লাখ টাকার তহবিল গঠন করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads