• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
আধুনিক পৌরসভা গঠনে কাজ করে যাচ্ছি  

আলহাজ মো. নাজমুল হক সনি, মেয়র, পৌরসভা, নওগাঁ 

ছবি : সংগৃহীত

ফিচার

বিশেষ সাক্ষাৎকার

আধুনিক পৌরসভা গঠনে কাজ করে যাচ্ছি  

  • নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ সেপ্টেম্বর ২০১৮

আমি ২০১১ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে আধুনিক নওগাঁ পৌরসভা গঠনের জন্য কাজ করে যাচ্ছি। আধুনিক মার্কেট, রাস্তাঘাট প্রশস্তকরণসহ ড্রেন ও ফুটপাথ নির্মাণ, বিশুদ্ধ পানি সরবরাহ, নদীর দুই ধারে সৌন্দর্যবর্ধন ও লাইটিং, বিদ্যুৎ ও নাগরিক সুবিধার সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের সবচেয়ে বড় ইউজেপ-৩ প্রকল্পের মাধ্যমে ১০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়ে ইতোমধ্যেই ৪৩ কোটি টাকার কাজ শেষ করেছি। এ ছাড়াও প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগারের ৬০ ভাগ কাজ হয়েছে, ৮ কোটি টাকা ব্যয়ে নতুন পৌর ভবনের কাজ ৫০ ভাগ হয়েছে, বর্জ্য ব্যবস্থাপনার প্রকল্পের পৌনে ৭ কোটি টাকার এবং ১৬ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাস টার্মিনাল ও মার্কেট নির্মাণের কাজ অতি অল্প সময়ের মধ্যে টেন্ডার করা হবে। জনগণ আমাকে দুইবার মেয়র নির্বাচিত করায় তাদের আশা পূরণের লক্ষ্যে নওগাঁ পৌরসভাকে দেশের মধ্যে মডেল হিসেবে গড়ে তুলতে চাই। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads