• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সবার জন্য নিরাপদ সমাজ গঠন আমার লক্ষ্য 

মো. ইকবাল হোসেন, পুলিশ সুপার, নওগাঁ 

ছবি : সংগৃহীত

ফিচার

সবার জন্য নিরাপদ সমাজ গঠন আমার লক্ষ্য 

  • নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ সেপ্টেম্বর ২০১৮

২০১৭ সালের ২ আগস্ট যোগদানের পর থেকে এ জেলার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা, সর্বহারা ও জঙ্গিবাদ দমনসহ জনগণের জানমালের নিরাপত্তা দিয়ে আসছি। শিশু, নারী, প্রান্তিক মানুষসহ সব মানুষের জন্য নিরাপদ সমাজ গঠনের প্রচেষ্টা নিয়ে এবং তাদের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছি। আমি মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণা করেছি। মাদকের বড় বড় চালান ধরতে এবং শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। জেলার জনগণ যাতে শান্তিতে থাকতে পারে, সেজন্য প্রতিটি ইউনিয়নে সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছি। স্কুল থেকে ঝরে পড়া শতাধিক শিশুকে পুলিশ লাইনে বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা করেছি। আমার কাজ ছাড়াও আমি শিক্ষার মান উন্নয়নে সব উপজেলায় বিদ্যালয়গুলোতে ইভটিজিং ও বাল্যবিয়ে নিয়ে সচেতনতামূলক কাজ করে যাচ্ছি। সব শ্রেণি-পেশার মানুষদের সহায়তায় আগামীতে নওগাঁকে সন্ত্রাস, মাদকমুক্ত, সর্বহারা ও জঙ্গিবাদমুক্ত করতে কাজ চালিয়ে যাব। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads