• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বাংলাদেশের নদীবিষয়ক তথ্য

বাংলাদেশে নদ-নদীর সংখ্যা কত ২৩০টি

সংগৃহীত ছবি

ফিচার

বাংলাদেশের নদীবিষয়ক তথ্য

  • ফিচার ডেস্ক
  • প্রকাশিত ৩০ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশে নদ-নদীর সংখ্যা কত?

-২৩০টি।

বাংলাদেশে প্রবাহিত আর্ন্তজাতিক নদীর সংখ্যা কত?

-৫৭টি।

উৎস হিসাবে আন্তর্জাতিক নদীর কয়টি উৎস ভারতে?

-৫৪টি।

উৎসস্থল হিসেবে আন্তর্জাতিক নদীর কয়টির উৎসস্থল মিয়ানমারে?

-৩টি।

 বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্ত নদীর নাম কী?

-হালদা ও সাংগু নদী।

বাংলাদেশের প্রশস্ত নদী কোনটি?

-যমুনা।

বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?

-কর্ণফুলী।

বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

-সুরমা।

বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি?

-ব্রহ্মপুত্র।

ব্রহ্মপুত্র নদের অবস্থান বিশ্বে কততম?

-২২তম।

ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত?

-২৮৫০ বর্গ কিমি।

ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়?

-হিমালয়ের মানস সরোবর।

বাংলাদেশ-মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কী? এর দৈর্ঘ্য কত?

-নাফ নদী। দৈর্ঘ্য ৫৬ কিমি।

বাংলাদেশ-ভারতকে বিভক্তকারী নদীর নাম কী?

-হাড়িয়াভাঙ্গা।

মেঘনার উৎপত্তিস্থল কোথায়?

-আসামের লুসাই পাহাড়ে।

উৎপত্তিস্থলে মেঘনার নাম কী?

-বরাক নদী।

মেঘনা কী কী নামে বিভক্ত হয়েছে?

-সুরমা ও কুশিয়ারা।

সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে কী নাম ধারণ করেছে?

-কালনি।

কালনি কোথায় পুনরায় মেঘনা নাম ধারণ করেছে?

-ভৈরব বাজারের নিকট।

কর্ণফুলী নদী কোথা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?

-পার্বত্য চট্টগ্রাম দিয়ে।

কর্ণফুলী নদী কোথায় পতিত হয়েছে?

-বঙ্গোপসাগর।

পদ্মা নদীর দৈর্ঘ্য কত?

-৩২৪ কিমি।

ঢাকা শহরকে রক্ষার জন্য বুড়িগঙ্গা নদীর তীরে যে বাঁধ দেওয়া হয় তার নাম কী?

-বাকল্যান্ড বাঁধ।

বাংলাদেশের কৃত্রিম হ্রদ কোনটি?

-রাঙামাটি জেলার কাপ্তাই হ্রদ।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় কখন?

-১৯৬২ সালে।

 ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে কোন নদীর ওপর?

-গঙ্গা।

পদ্মা নদীর ভারতীয় অংশের নাম কী?

-গঙ্গা।

তিস্তা উৎপত্তিস্থল কোথায়?

-হিমালয় পর্বত।

বাংলাদেশের প্রধান নদীবন্দর কোথায়?

-নারায়ণগঞ্জ।

বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?

-ফরিদপুর।

কোন সালে ফারাক্কা ব্যারাজের নির্মাণকাজ শেষ হয়?

-১৯৭৪ সালে।

কোন সাল থেকে ফারাক্কা বাঁধ চালু হয়?

-১৯৭৫ সালে।

বাংলাদেশের সবচেয়ে বেশি নাব্য নদী কোনটি?

-মেঘনা।

টঙ্গীর বিশ্ব এজতেমা কোন নদীর তীরে অবস্থিত?

-তুরাগ নদীর তীরে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads