• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
মুক্ততরী : স্বেচ্ছাসেবী সংগঠন

সংগৃহীত ছবি

ফিচার

মুক্ততরী : স্বেচ্ছাসেবী সংগঠন

  • সালেহীন বাবু
  • প্রকাশিত ০৩ অক্টোবর ২০২০

মুক্ততরী একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৯ সালের ১ জুন থেকে মুক্ততরীর যাত্রা শুরু হয়। মুক্ততরী মূলত কাজ শুরু করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মাধ্যমে আলোর পথে নিয়ে আসা এবং তাদের স্থায়ী সমাধানের ব্যবস্থা করা নিয়ে। এখন মুক্ততরী সুবিধাবঞ্চিত শিশুর পাশাপাশি নারী সুরক্ষা এবং কর্মহীন মানুষদের সাবলম্বী করার জন্য কাজ করে যাচ্ছে। মুক্ততরীর কার্যক্রম নারায়ণগঞ্জ থেকে শুরু হলেও এখন তা ছড়িয়ে যাচ্ছে সর্বত্র। তারই ধারাবাহিকতায় গত ১৫ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ জেলায় এবং ২৫ সেপ্টেম্বর ঢাকা জেলায় মুক্ততরীর কার্যক্রম শুরু হয়।

২৫ সেপ্টেম্বর মুক্ততরী ঢাকা জেলার আয়োজনে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার ও টিএসসিতে ৯০ জন সুবিধাবঞ্চিত শিশু এবং অসহায় মানুষের মাঝে ২ টাকার বিনিময়ে ভালোমানের খাদ্য বিক্রয় করা হয়। এটি মুক্ততরীর স্থায়ী প্রজেক্ট ২ টাকায় হাসি-এর একটি ইভেন্ট। মুক্ততরী কাউকে দান অথবা অনুদান হিসেবে কিছু দিতে চায় না, সকলে তাদের প্রাপ্য মর্যাদার জায়গা থেকে মাত্র ২ টাকার বিনিময়ে খাবার বা পোশাক কিনে নিয়ে যাবে।

মুক্ততরী ঢাকা জেলার এই আয়োজনে উপস্থিত ছিলেন মুক্ততরী-নারায়ণগঞ্জ ও মুক্ততরী-মুন্সিগঞ্জের স্বেচ্ছাসেবীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads