• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

প্রথম পাতা

সম্পাদকের কথা

আমাদের অঙ্গীকার

  • প্রকাশিত ০১ মার্চ ২০১৮

প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পঞ্চাশ বছর পূর্ণ করতে যাচ্ছে। বাকি মাত্র তিনটি বছর। এরপরই সেই মাহেন্দ্রক্ষণ- আকাশছোঁয়া অহঙ্কার আর আনন্দোল্লাসের মধ্য দিয়ে উদযাপিত হবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। চলছে তার প্রস্তুতিও। ঠিক এমন একটি লগ্নে আমাদের জাতীয় জীবন ভীষণভাবে হোঁচট খায়- হঠাৎ করেই পার্শ্ববর্তী দেশ থেকে দলে দলে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে। বিপুলসংখ্যক সহায়-সম্বলহীন মানুষ, সংখ্যায় প্রায় ১১ লাখ। তাদের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার বিশাল দায়িত্ব চেপে বসে আমাদের ওপর। এক্ষেত্রে দেরি না করে মানবতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ায় আমরা অর্জন করি আন্তর্জাতিক মহলের উচ্ছ্বসিত প্রশংসা। তা ছাড়া চলতি বছরটি আরো দুটি কারণে গুরুত্বপূর্ণ- তার একটি হলো, চলতি মাসেই বাংলাদেশ মধ্যম আয়ের কাতারে প্রবেশ করছে। আর একটি, এ বছরের শেষদিকে অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে তার উত্তাপ।

এরকম এক অবস্থায় ‘বাংলাদেশের খবর’ নতুন আঙ্গিকে, বর্ধিত কলেবরে শুরু করল নতুন যাত্রা। আমরা জানি, এই পথ মসৃণ নয়। কণ্টকময় ও শ্বাপদসঙ্কুল। তারপরও এই বন্ধুর পথ ধরেই আমরা এগোতে চাই। আমাদের সঙ্গী তারুণ্যে ভরপুর একঝাঁক উদীয়মান সাংবাদিক। আছেন অভিজ্ঞ ও প্রবীণ সাংবাদিক। আমাদের বিশ্বাস, নবীন-প্রবীণের মিশ্রণে গড়ে তোলা ‘বাংলাদেশের খবর’ পরিবার সাফল্যের সঙ্গেই পাঠক-নন্দিত একটি দৈনিক সবার হাতে তুলে দিতে সক্ষম হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা।’ কবিগুরুর উক্তিতে উজ্জীবিত হয়ে আমরাও আমাদের পাঠকদের এই প্রতিশ্রুতি দিতে চাই, সত্য তা যত কঠিন ও রূঢ় প্রতিপক্ষ হোক, আমরা সত্যকেই তুলে ধরব। আমরা কারো কাছেই মাথা নোয়াব না। কারণ আমরা মওলানা আকরম খাঁ, তফাজ্জল হোসেন মানিক মিয়া, জহুর হোসেন চৌধুরী, আবদুস সালাম, সিরাজুদ্দীন হোসেন, আহমেদুর রহমান ও কাজী মোহাম্মদ ইদ্রিসের অনুসারী। তাই নীতির ক্ষেত্রে আমরা আপসহীন— কোনোরূপ কূপমণ্ডূকতা, সাম্প্রদায়িক বিষবাষ্প ও সকল প্রকার শোষণ-বঞ্চনার বিরুদ্ধে থাকব সোচ্চার। আমাদের জবাবদিহিতা থাকবে একমাত্র পাঠকের কাছে। তারাই হচ্ছেন আমাদের শক্তির উৎস। তাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশ্নে কোনো আপস নয়। তবে চারটি ইস্যুতে আমাদের থাকবে কঠিন পক্ষপাতিত্ব ও বিনম্র শ্রদ্ধা। এক. মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব; দুই. মহান মুক্তিযুদ্ধের চেতনা ও প্রেরণা; তিন. ত্রিশ লাখ শহীদের সর্বোচ্চ আত্মত্যাগ এবং স্বপ্নের সুখী-সমৃদ্ধ ও শোষণমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা। এই লক্ষ্য ও উদ্দেশ্যেই ‘বাংলাদেশের খবর’-এর পথচলা। পাঠক, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক, এজেন্ট সবাইকে আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads