• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

প্রথম পৃষ্ঠা

* মেডিকেল বোর্ড গঠন * বাসচালকরা রিমান্ডে

রাজীবকে চাকরি দেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০১৮

 

নিজস্ব প্রতিবেদক

দুই বাসের চাপাচাপিতে ডান হাত হারানো তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীবকে দেখতে গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এসময় রাজীবকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার আশ্বাস দেন তিনি। একই দিন রাজীবের উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে। রিমান্ডে নেওয়া হয়েছে ঘটনায় জড়িত স্বজন পরিবহনের চালক ওয়াহিদ (৩৫) ও বিআরটিসির চালক খোরশেদকে (৫০)।

গত মঙ্গলবার বিআরটিসির একটি বাসে চড়ে কলেজে যাচ্ছিলেন রাজীব। সার্ক ফোয়ারার কাছে স্বজন পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে পেছন থেকে এসে তাদের বাসে ঘষা দিয়ে চলে যায়। এ সময় দুই বাসের চাপাচাপিতে বিআরটিসির দরজায় দাঁড়িয়ে থাকা রাজীবের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে গুরুতর অবস্থায় প্রথমে শমরিতা হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরদিন নেওয়া হয় ঢাকা মেডিকেলে।

স্বাস্থ্যমন্ত্রী নাসিম গতকাল দুপুরে রাজীবকে দেখতে গিয়ে প্রায় ৩৫ মিনিট হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে তার বেডের পাশে ছিলেন। এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকে তার সর্বশেষ অবস্থা জানেন ও পরিবারের খোঁজ নেন। রাজীবের কাছ থেকে সেই ঘটনা শোনেন। সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে রাজীবের চিকিৎসা ব্যয় বহন করা হবে; সুস্থ হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাকে চাকরির ব্যবস্থা করা হবে।’ সাংবাদিকদের তিনি জানান, রাজীবের কৃত্রিম হাত লাগানো যায় কি না তা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন। যাদের কারণে স্নাতকের শিক্ষার্থী রাজীব হাত হারালেন তাদের আইনের আওতায় আনতে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দীন বলেন, অর্থোপেডিক বিভাগের অধ্যাপক শামসুজ্জামানকে প্রধান করে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে। নিউরো সার্জারি, মেডিসিন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধানকে সদস্য করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, রাজীবের হাতের ক্ষতস্থানে আজ-কালের মধ্যে আরো দুইদফা অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়েছে।

স্বজন পরিবহনের চালক ওয়াহিদ ও বিআরটিসির চালক খোরশেদকে গতকাল দুপুরে মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করে শাহবাগ থানা পুলিশ। আদালত দুই দিন মঞ্জুর করেন। থানার ওসি মো. আবুল হাসান বলেন, চালকদের কাছ থেকে অনেক তথ্য জানার বাকি রয়েছে। তাদের অতীত কর্মকাণ্ড যাচাই-বাছাই প্রয়োজন। এসব কারণেই রিমান্ড চাওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আফতাব আলী জানিয়েছেন, যত দ্রুত সম্ভব চার্জশিট দেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads