• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ইফতারিতে তৈরি করুন চিকেন বল

মুখরোচক চিকেন বল

সংগৃহীত ছবি

খাদ্য

ইফতারিতে তৈরি করুন চিকেন বল

  • তানভীর আহমেদ ছিদ্দিকী
  • প্রকাশিত ০৮ জুন ২০১৮

চিকেন বল অত্তান্ত মুখরোচক বলে ছেলে বুড়ো সবাইই পছন্দ করেন। তাই ইফতারে খুব সহজেই বানিয়ে নিতে পারেন চিকেন বল। এটা খালি মুখে যেমন খাওয়া যায় তেমনি এটা দিয়ে মাংস মশলা কষিয়ে তরকারিও রান্না করা যায়। সাধারণত ডুবো তেলে চিকেন বল ভেজে খাওয়া যায়।

চিকেন বল তৈরিতে যা যা লাগবে

১. হাড়ছাড়া মুরগির মাংস
২. দুই কাপ
৩. পেঁয়াজ বাটা
৪. দুই টেবিল চামচ
৫. রসুনকুচি
৬. এক টেবিল চামচ
৭. আদাবাটা এক টেবিল চামচ
৮. মরিচ ছোটকুচি করে কাটা
৯. চার-পাঁচ টি
১০. জিরাগুঁড়া এক চা চামচ
১১. গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ
১২. লেবুর রস দুই চা চামচ
১৩. আলু(মাঝারি) ১ টি
১৪. পাউরুটি ১ টি
১৫. বিস্কুটের গুঁড়া অথবা ব্রেডক্রাম্ব এক/দুই কাপ
১৬. তেল পরিমাণমত
১৭. লবণ স্বাদমত।

প্রস্তুত প্রণালী :


প্রথমে আলু এবং মুরগির মাংস একসাথে সেদ্ধ করে নিন। এরপর সেদ্ধ আলু ও মুরগীর মাংস একসাথে ভালো করে মাখিয়ে নিন। মাংস খুব ভালো ছাড়িয়ে আলুর সাথে মিশিয়ে নিন। এরপর এতে দিন বাকি সব মসলা জাতীয় উপকরণ। মিশ্রন অনেক বেশি নরম হলে এতে পাউরুটি টুকরো করে করে মিশিয়ে নিন। এরপর গোল গোল বল তৈরি করে নিন। এই বল বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে নিন। প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম দিয়ে বলগুলো লালচে করে ভেজে নিন। ব্যস হয়ে গেলো মজাদার চিকেন বল। নামিয়ে গরম গরম পরিবেশন করুন পছন্দের সসের সাথে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads