রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জার্সি উপহার দিয়েছেন ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার- কিতারোভিচ। রোববার বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানের আগে পুতিনের নাম সম্বলিত ক্রোয়েশিয়ান জাতীয় ফুটবল দলের জার্সি উপহার দেন লাস্যময়ী এ নারী প্রেসিডেন্ট। পরে মস্কোর ক্রেমলিনে দুই নেতা বিশেষ বৈঠকে বসেন | ছবি : ইন্টারনেট
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বকাপ ফাইনাল দেখতে ১১-১২টি দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন। সঙ্গে থাকবেন অনেক দেশের বড় বড় কূটনীতিকও | ছবি : ইন্টারনেট
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জার্সি উপহার দিয়েছেন ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার- কিতারোভিচ। রোববার বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানের আগে পুতিনের নাম সম্বলিত ক্রোয়েশিয়ান জাতীয় ফুটবল দলের জার্সি উপহার দেন লাস্যময়ী এ নারী প্রেসিডেন্ট। পরে মস্কোর ক্রেমলিনে দুই নেতা বিশেষ বৈঠকে বসেন | ছবি : ইন্টারনেট
ক্রোয়েশিয়ার ম্যাচ নিয়ে প্রেসিডেন্ট কিতারোভিচ বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। আমার বিশ্বাস, আমরাই জিতব। তবে ফল যাই হোক, আমরাই জয়ী।’ | ছবি : ইন্টারনেট
রাশিয়ায় গিয়ে কিতারোভিচ কূটনীতি যতটুকুই করেছেন, সেটিও ফুটবলকেন্দ্রিক। পুতিন ছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে উপহার দিয়েছেন ক্রোয়েশিয়ার জার্সি। বিশ্বকাপের মাঝে অনুষ্ঠিত ন্যাটোর সম্মেলনে গিয়ে জার্সি উপহার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে | ছবি : ইন্টারনেট
১. আর কে মিশন রোড (২য় ফ্লোর) , ঢাকা - ১২০৩
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১
বাংলাদেশ নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
কপিরাইট © বাংলাদেশের খবর