• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ভোটের পরিবেশ থাকবে নির্বিঘ্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

সংরক্ষিত ছবি

সরকার

ভোটের পরিবেশ থাকবে নির্বিঘ্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ মে ২০১৮

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো অশুভ শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, নির্বাচনের আগে অশুভ শক্তির মাথাচাড়া রোধ করা হবে। সংখ্যালঘু সম্প্রদায়সহ সবাই যাতে নির্বিঘ্নে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে রকম পরিবেশ সৃষ্টি করা হবে।

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে গতকাল শনিবার পূজা উদযাপন পরিষদের সম্মেলনের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। দেশ থেকে মাদক নিয়ন্ত্রণ করার বিকল্প নেই। কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক সহনশীল পর্যায়ে না আসা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান চলবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় বিশ্বাসী প্রধানমন্ত্রী। আমাদের সেই রকম দিক নির্দেশনা দিয়েছেন। মুক্তিযুদ্ধে কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান সেটা দেখার সুযোগ ছিল না। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সবার রক্তের ফসল আজকের স্বাধীন বাংলাদেশে। সুতরাং এখানে সবার সমান অধিকার।

রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে আয়োজিত পূজা উদযাপন পরিষদের ২ দিনের সম্মেলন শুক্রবার শুরু হয়ে গতকাল শেষ হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক তাপস কুমার পাল। আরো বক্তব্য দেন সাংবাদিক স্বপন কুমার সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদ নেতা কাজল দেবনাথ, নিমচন্দ্র ভৌমিক, নির্মল চ্যাটার্জি। এ ছাড়া পরিষদের জেলা ও উপজেলার ৭২টি কমিটির নেতাও বক্তব্য দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads