• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
রাষ্ট্রায়ত্ত শিল্পশ্রমিকদের ন্যূনতম বেতন ৮,৩০০ টাকা

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক

ছবি : বাসস

সরকার

রাষ্ট্রায়ত্ত শিল্পশ্রমিকদের ন্যূনতম বেতন ৮,৩০০ টাকা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০২ জুলাই ২০১৮

জাতীয় বেতন ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ এর সুপারিশ অনুযায়ী সরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য নূন্যতম বেতন ৮,৩০০ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। 

সরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য জাতীয় মজুরি স্কেলে ১৬টি গ্রেডে ভাগ করে বেতনকাঠামো অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫–এর সুপারিশের ভিত্তিতে এই বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়। এতদিন শ্রমিকেরা সর্বশেষ মজুরি স্কেল-২০১০ অনুযায়ী বেতন পেয়ে আসছিলেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শ্রমিকদের সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ৮,৩০০ টাকা। এতদিন এই গ্রেডে স্কেল ছিল ৪,১৫০ টাকা। শ্রমিকদের সর্বোচ্চ বেতন স্কেল (১৬তম গ্রেড) নির্ধারণ করা হয়েছে ১১,২০০ টাকা। এতদিন এই স্কেল ছিল ৫,৬০০ টাকা।

মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, জাতীয় বেতন স্কেল-২০১৫–এর সঙ্গে সামঞ্জস্য রেখেই রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের এই বেতনকাঠামো ঠিক করা হয়েছে। এখন ঘোষণা হলেও শ্রমিকেরা ২০১৫ সালের জুলাই থেকে এই বর্ধিত হারে বেতনটা পাবেন। আর ভাতা কার্যকর হবে ২০১৬ সালের জুলাই থেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads