• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
প্রধানমন্ত্রী আজ পাবনা যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংরক্ষিত ছবি

সরকার

প্রধানমন্ত্রী আজ পাবনা যাচ্ছেন

  • পাবনা প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুলাই ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় চুল্লির কংক্রিটের ঢালাই কাজ উদ্বোধন করতে পাবনা আসছেন। একই সঙ্গে তিনি পাবনাবাসীর বহু প্রতীক্ষিত ঈশ্বরদী-পাবনা রেললাইন উদ্বোধন করবেন। এ ছাড়া তিনি জেলার ৫১টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ উপলক্ষে পাবনা শহরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের মধ্যেও বিরাজ করছে উৎসবের আমেজ। শহরের রাস্তাঘাট ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে। তৈরি করা হয়েছে সুদৃশ্য একাধিক তোরণ। পুলিশ লাইন মাঠে মঞ্চ তৈরি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সবকিছুর তদারকি করছেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। তিনি বলেন, পাবনা পুলিশ লাইনের জনসভা সফল করতে ইতোমধ্যেই আমাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড শেষপর্যায়ে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শওকত আকবর জানান, গত বছরের ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ফার্স্ট কংক্রিট পোরিং (এফসিপি) ঢালাই কাজের উদ্বোধন করেন এবং এর ঢালাই কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। সম্প্রতি দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজের লাইসেন্স মিলেছে। ১৪ জুলাই প্রধানমন্ত্রী দ্বিতীয় ইউনিটের ফার্স্ট কংক্রিট পোরিংয়ের কাজ উদ্বোধন করবেন।

পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে পাকশী বিভাগের রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মো. নাজমুল ইসলাম জানান, ঈশ্বরদী-পাবনা রুটে নতুন রেললাইন চালু, বাইপাস স্টেশন থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত নতুন রেলপথ নির্মাণে ইতোমধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের চুক্তি হয়েছে। ভারতের জিপিটি এবং বাংলাদেশের এসইএল ও সিসিসিএল অংশীদারিত্বের ভিত্তিতে (জয়েন্ট ভেঞ্চার) ২৯৭ কোটি ৫৫ লাখ টাকায় ঈশ্বরদী বাইপাস টেক অব পয়েন্ট থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত ২৬ দশমিক ৫২ কিলোমিটার ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে।

পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম বলেন, প্রধানমন্ত্রীর পাবনা সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, রূপপুর পারমাণবিক বিদু্যুৎকেন্দ্র বাংলাদেশের ইতিহাসে অনেক বড় একটি কাজ। দ্বিতীয় ইউনিটের কাজ উদ্বোধনের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়নের পথ আরো একধাপ এগিয়ে যাবে। উদ্বোধনী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রাশিয়ার রাশান ফেডারেশনের উপ-প্রধানমন্ত্রী ইউরি ইভানোভিচ বোরিচভ। এ ছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিচালক দোহি হ্যানের এ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads