• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. টমাস এইনরিচ

ছবি: বাসস

সরকার

জার্মানিকে দ্রুত ই-পাসপোর্ট বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

  • বাসস
  • প্রকাশিত ২৫ জুলাই ২০১৮

দেশের নাগরিকদের জন্য মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) পাশাপাশি ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) ইস্যুর জন্য দ্রুত ই-পাসপোর্ট প্রকল্প বাস্তবায়নে জার্মানির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. টমাস এইনরিচ প্রিন্জ বিদায়ী সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বাংলাদেশে দায়িত্বপালনকালে দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নেওয়ায় প্রধানমন্ত্রী জার্মান রাষ্ট্রদূতের প্রশংসা করেছেন।

তিনি জানান,ই-পাসপোর্ট প্রকল্প বাস্তবায়নের জন্য গত ১৯ জুলাই জার্মান সরকারের সঙ্গে যে জি টু জি চুক্তি সই হয়েছে তার আলোকে দ্রুত কাজ শেষ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বিদায়ী রাষ্ট্রদূতের মাধ্যমে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান তিনি।

এদিকে জার্মান রাষ্ট্রদূত ঢাকায় অবস্থানকালে তাকে সার্বিকভাবে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী ও তার সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশের উন্নয়নে তার দেশ সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেন জার্মান রাষ্ট্রদূত।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads