• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
পুলিশের ওপর মানুষের বিশ্বাস ফিরে এসেছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংরক্ষিত ছবি

সরকার

পুলিশের ওপর মানুষের বিশ্বাস ফিরে এসেছে : প্রধানমন্ত্রী

  • বাসস
  • প্রকাশিত ১৬ সেপ্টেম্বর ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই মানুষ যাতে দ্রুত পুলিশি সেবা পায়, সেজন্য পুলিশকে আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। পুলিশের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস ফিরে এসেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

রোববার সকালে গণভবনে রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ যেন দ্রুত পুলিশি সেবা পেতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। জঙ্গি-সন্ত্রাসবাদ দমনে বলিষ্ঠ ভূমিকার জন্য পুলিশ বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানাই।

শেখ হাসিনা বলেন, দেশকে উন্নত করে দেশের শান্তি ও নিরাপত্তা উন্নতি করতে হবে। জঙ্গিবাদ দমনে এসময় প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বলেন, উত্তরবঙ্গ অবহেলিত ছিল। আমরা এ অঞ্চলের উন্নয়ন কাজ করছি। রংপুর যেহেতু বিভাগ হয়েছে সেহেতু এ এলাকার মানুষকে বিভাগীয় সুবিধা যেন পায় তার জন্য মেট্রোপলিটন পুলিশ গঠন করা হয়েছে। তিনি বলেন, গাজীপুর মেট্রোপলিটন ইউনিট শিল্প অঞ্চল ও এলাকার মানুষের উন্নয়নে কাজ করবে।

উদ্বোধনের ফলে আজ থেকে রংপুর ও গাজীপুর মেট্রোপলিটনের কার্যক্রম শুরু হলো। এর আগে ২০১০ সালে দেশের সপ্তম বিভাগ প্রতিষ্ঠার পর রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। চালু হওয়া এ মেট্রোপলিটন পুলিশের আওতায় রয়েছে ৬টি থানা। যা হলো- কোতয়ালি, তাজহাট, মাহিগঞ্জ, হারাগাছ, পরশুরাম ও হাজিরহাট থানা। ২৪০ বর্গকিলোমিটার আয়তনের নতুন এ মেট্রোতে ছয়টি থানা ছাড়াও দু’টি পুলিশ ফাঁড়ি (ধাপ ও নবাবগঞ্জ) রয়েছে। ১ হাজার ১৮৫ জন জনবল ও ১৩০টি যানবাহন নিয়ে নগরবাসীকে সেবা দিতে প্রস্তুত রংপুর মেট্রোপলিটন পুলিশ। ইতোমধ্যেই পুলিশ কমিশনারসহ ৯০ ভাগ জনবল নিজ নিজ পদে যোগ দিয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতায় থাকবে আটটি থানা হলো সদর (বর্তমান জয়দেবপুর থানা), বাসন, কোনাবাড়ি, কাশিমপুর, গাছা, পূবাইল, টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads