• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
 প্রযুক্তি নির্ভর দেশ গড়তে কাজ করছে সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফাইল ছবি

সরকার

 প্রযুক্তি নির্ভর দেশ গড়তে কাজ করছে সরকার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তরুণদের জন্য প্রযুক্তি নির্ভর দেশ গড়তে সরকার কাজ করছে সরকার।

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৬ উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ৬ জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং বিকেএসপি’র মাল্টি স্পোর্টস ইনডোর কমপ্লেক্স উদ্বোধন কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে আমরা দক্ষ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চাই, যারা কর্মসংস্থানের মধ্য দিয়ে নিজেদের উদ্যোগে কাজ করতে পারে। এসময় তিনি বলেন, তরুণদের মনযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। তাদেরকে প্রযুক্তি সম্পর্কে আরও জানতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য যা যা করা দরকার আমরা তা করব। এসময় তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এটা তরুণদের কাজ। আমরা আমাদের বর্তমানকে উৎসর্গ করেছি ভবিষ্যতের জন্য।

তিনি বলেন, এখন আমরা নিজেরাই ডিজিটাল ডিভাইস তৈরি করছি। এই শিল্প আরও সম্প্রসারণ হলে তরুণদের আরও বেশি কর্মসংস্থানের সুযোগ হবে। এজন্য যে ২৮টি হাইটেক পার্ক করা হচ্ছে, তা অবদান রাখবে।

শেখ হাসিনা আরো বলেন, লেখাপড়ার সাথে সাথে খেলাধূলাকে গুরত্ব দেয়ার জন্য সারা বছর খেলার জন্য মিনি স্টেডিয়ামের ব্যবস্থা করা হয়েছে। এসময় তিনি বলেন, আমার পরিবারের সবাই খেলাধুলা করতেন। তাই এ দেশে যাতে খেলাধুলা আরও বিকশিত হোক সেটা আমাদের লক্ষ্যে। এসময় তিনি দেশের ৬৬ উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads