• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ব্যবসায়ীদের সম্মেলনে নৌকাকে বিজয়ী করার আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি : সংগৃহীত

সরকার

ব্যবসায়ীদের সম্মেলনে নৌকাকে বিজয়ী করার আহ্বান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা কিন্তু আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে তা ফেলে দেইনি। এই ইশতেহারটা আমাদের সাথে থাকে। এমনকি ছোট করে কপি করে আমরা ব্যাগেও রাখি। কেউ পকেটেও রাখি। সেই সাথে আমরা যখনই কোন প্রজেক্ট হাতে নেই বা প্রতি বছর যখন বাজেট করি তখন প্রতিটি মন্ত্রণালয়ে আমাদের নির্বাচনী ইশতেহারের একটি কপি দিয়ে দেই। কারন আমরা যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদা পূরণ করতে চাই। শুধু সেই ওয়াদাই নয়, সুযোগ হলে তার চেয়ে বেশিও করি।’

আজ বুধবার 'শান্তি ও সমৃদ্ধির পথে বাংলাদেশ' শীর্ষক এই ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সংবর্ধনা দেয় ব্যবসায়ী সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি- এফবিসিসিআই আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আপনাদের কথা শুনে আমি সত্যিই খুব মুগ্ধ হয়েছি, কারণ আপনারা অনেক সুন্দর করে প্রতিটি সেক্টর তুলে ধরেছেন। আমি যখন বিদেশে যাই তখন ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে যাই। কারণ আমি সব সময় বলি আপনারা আপনাদের ব্যবসায়ী বন্ধু খুঁজে নিন। যেনো আমাদের দেশে আরও বেশি বিনিয়োগ আসে।’

অনুষ্ঠান থেকে দেশের ব্যবসায়ী সম্প্রদায় আওয়ামী লীগ সরকারকে ব্যবসাবান্ধব হিসেবে আখ্যায়িত করে নৌকা মার্কার পক্ষে আনুষ্ঠানিকভাবে ভোট চাওয়ার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads