• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
আগামীকাল শপথ

আগামীকাল শপথ

সংরক্ষিত ছবি

সরকার

গেজেট প্রকাশ

আগামীকাল শপথ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০২ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথের প্রস্তুতি চলছে। আগামী ২৮ জানুয়ারি বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার পর নবনির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে কার্যভার গ্রহণ করবেন। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার এ শপথের আয়োজন করবে সংসদ সচিবালয়। গতকাল মঙ্গলবার নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সরকারি ছাপাখানা বিজি প্রেসে ছাপা হয়ে আজ তা আসবে নির্বাচন কমিশন সচিবালয়ে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশন সচিব গতকাল মঙ্গলবার জানান, নাম, ঠিকানাসহ নির্বাচিতদের গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে। রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করা হয়েছে। গতকাল মঙ্গলবার গেজেট আকারে প্রকাশ করতে বিজি প্রেসে পাঠানো হয়েছে। গেজেট প্রকাশের পর শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে তা পাঠাবে কমিশন সচিবালয়।

এদিকে গতকাল সন্ধ্যায় কমিশনের যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান বলেন, বিকালেই বিজি প্রেসে আজকের তারিখে (১ জানুয়ারি) গেজেট প্রকাশের জন্য পাঠানো হয়েছে।

সূত্র জানায়, সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে শপথের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন ডাকতে হবে। তবে ভোটের কতদিন পর গেজেট হবে, সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের স্পিকারকে অবহিত না করলে বা শপথ না নিলে সদস্যপদ খারিজ হয়ে যাবে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শপথ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানের বিষয়ে সংসদ সচিবালয়ের সচিব জানান, ৩ জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের লক্ষ্য ধরে সব ধরনের প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে। স্পিকারের পরামর্শে পুরো আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। তবে সবার আগে নির্বাচিতদের গেজেট হাতে এসে পৌঁছানো দরকার। কমিশন থেকে যথাসময়ে তা সংসদ সচিবালয়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান সংসদ সচিব।

জানা গেছে, সংসদ সদস্যদের নাম গেজেটে প্রকাশের পরপরই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পড়াবেন। গতকাল মঙ্গলবার স্পিকার রংপুরের পীরগঞ্জ থেকে ঢাকায় ফেরেন। এর আগেই এ-সংক্রান্ত প্রাথমিক প্রস্তুতির কাজ এগিয়ে রেখেছে সংসদ সচিবালয়। স্পিকারের তত্ত্বাবধানে পুরো প্রস্তুতি সম্পন্ন হবে। একাদশ জাতীয় নির্বাচনের বিজয়ীদের শপথ ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে অন্য একটি অনুষ্ঠানে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ২৯ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন বসে। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিপুলসংখ্যক আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। যদিও আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত বর্তমান সংসদের মেয়াদ রয়েছে। সরকারিভাবে ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন ডাকার বিষয়ে সংবিধানে বাধ্যবাধকতা আছে।

নতুন নির্বাচিত সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশের মাধ্যমে সরকারিভাবে ফল ঘোষণা করা হয়। গেজেট প্রকাশের দিন থেকে এক মাসের মধ্যে বসবে সংসদের প্রথম অধিবেশন। গত রোববার দেশের ২৯৯টি আসনে একযোগে ভোট অনুষ্ঠিত হয়। বেসরকারি ফলাফল অনুযায়ী এই নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীরা পেয়েছেন ২৬৬টি আসন। লাঙ্গল নিয়ে নির্বাচন করে ২২টি আসন পেয়েছে জাতীয় পার্টি। বিএনপিসহ ঐক্যজোট ৭টি আসন এবং অন্যরা ৪টি আসনে জয়লাভ করেছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা দ্বিতীয় মেয়াদে দেশ পরিচালনার সুযোগ পায় আওয়ামী লীগ। ওই বছরের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৎকালীন সরকারের মন্ত্রিসভা গঠিত হয়। এর আগে ৯ জানুয়ারি এমপিদের শপথ অনুষ্ঠিত হয়। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনেও ইতিহাস গড়ে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads