• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
পিএস পেলেন ৪৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী

সংগৃহীত ছবি

সরকার

পিএস পেলেন ৪৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ জানুয়ারি ২০১৯

নতুন মন্ত্রিসভা গঠনের পর প্রধানমন্ত্রী ছাড়া বাকি ৪৬ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর একান্ত সচিব (পিএস) নিয়োগ দেওয়া হয়েছে।  গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন একান্ত সচিবেরা প্রায় সবাই উপসচিব পর্যায়ের কর্মকর্তা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, মন্ত্রী-প্রতিমন্ত্রী উপমন্ত্রীরা যত দিন ইচ্ছা প্রকাশ করবেন, তত দিন এসব সচিবেরা দায়িত্বে থাকবেন।

গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ জনের নতুন মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেওয়া হয়। পরদিন সোমবার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।

৪৭ জনের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৪ জন পূর্ণমন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী রয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads