• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮

মাননীয় প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

সরকার

বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

  • মো. আসিফ উল আলম সোহান
  • প্রকাশিত ১৩ জানুয়ারি ২০১৯

বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

কাজে গতিশীলতা আনতে ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে গতবারের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ পরিদর্শনে যাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

গত মেয়াদে সরকার গঠনের পর ২০১৪ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগ পরিদর্শন করেছিলেন।

জানা যায়, আগামী ১৭ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি ২৩ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনে যাবেন।  

মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বিগত সময়ে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইতে পারেন। এছাড়াও তিনি জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে দিক নির্দেশনাও দিতে পারেন।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠান শেষে জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ সাংবাদিকদের বলেন, ‘আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনে আসবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদেরকে আজকেই জানানো হয়েছে।’

বাংলাদেশের খবর / আ সো

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads