• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
সবার জন্য কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী

আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি: পিআইডি

সরকার

সবার জন্য কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ জানুয়ারি ২০১৯

বর্তমান সরকার দলীয় সম্পৃক্ততা নির্বিশেষে সবার জন্য কাজ করে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা।

একাদশ সংসদ নির্বাচনে অর্জিত বিশাল জয় উদযাপনে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ দীর্ঘদিন পর স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে। ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করায় তিনি দেশবাসীকে ধন্যবাদ জানান।

এছাড়া, তিনি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে এবং অবাধ নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।

নির্বাচনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকেও ধন্যবাদ জানান শেখ হাসিনা।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া একাদশ সংসদ নির্বাচনে ২৫৭ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৯৯ আসনের মধ্যে জয়লাভ করে ২৮৮ আসনে। জোট সঙ্গী জাতীয় পার্টি পায় ২২টি আসন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads