• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
মন্ত্রিসভায় রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়

ছবি: পিআইডি

সরকার

মন্ত্রিসভায় রাষ্ট্রপত্নির ভাষণ অনুমোদন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ জানুয়ারি ২০১৯

আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য রাষ্ট্রপতির উদ্বোধনী ভাষণের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘নতুন সংসদের অধিবেশনের মাঝের দিকে ৭৫ হাজার শব্দের পুরো বক্তব্য উপস্থাপন করা হবে। কিন্তু তার আগে শুরুতে রাষ্ট্রপতি পুরো বক্তব্যের সার সংক্ষেপ হিসেবে ছয় হাজার শব্দের লিখিত বক্তব্য পড়বেন।’

তিনি জানান, রাষ্ট্রপতির পুরো বক্তব্যে মূলত অর্থনৈতিক উন্নয়ন ও কার্যক্রম, সুশাসন প্রতিষ্ঠায় সরকারের গৃহীত পদক্ষেপ, ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপসমূহ এবং সর্বোপরি দেশের আর্থ সামাজিক উন্নয়নের সাফল্য প্রাধান্য পেয়েছে।

রাষ্ট্রপতির খসড়া বক্তব্যের পাশাপাশি তিনটি বিলেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বিল তিনটির মধ্যে রয়েছে- ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধিত) বিল-২০১৮, জাতীয় সমাজকল্যাণ সমিতি বিল-২০১৮ এবং চট্টগ্রাম পার্বত্য অঞ্চল (ভূমি অধিগ্রহণ) রেজুলেশন (সংশোধিত) বিল- ২০১৯।

এছাড়া সাংবাদিকদের জন্য নবম মজুরি বোর্ড পরীক্ষা-নিরীক্ষার জন্য মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করার প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

শফিউল আলম জানান, মন্ত্রিসভার এই কমিটি পুনর্গঠন করে পাঁচ সদস্যের স্থলে সাত সদস্য বিশিষ্ট করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আহ্বায়ক হিসেবে এই কমিটির নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads