• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
প্রধানমন্ত্রী মির্জাপুর যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি : সংগৃহীত

সরকার

প্রধানমন্ত্রী মির্জাপুর যাচ্ছেন আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ মার্চ ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী এদিন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের সেবা কার্যক্রমের ৮৬তম বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধনের পাশাপাশি বেশ কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ডও উদ্বোধন করবেন। গতকাল বুধবার সকালে কুমুদিনী হাসপাতালের নতুন গ্রন্থাগারে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ট্রাস্টের পরিচালক (শিক্ষা) ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এশিয়াখ্যাত কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার স্মরণে প্রবর্তিত রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক ২০১৯-এ ভূষিত হয়েছেন দেশের চার বরেণ্য ব্যক্তি। তারা হলেন- হোসেন শহীদ সোহরাওয়ার্দী (মরণোত্তর), বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (মরণোত্তর), জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ও চিত্রশিল্পী শাহাবুদ্দীন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, এমপি, সচিবসহ সাড়ে তিন শতাধিক অতিথি উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক প্রদান অনুষ্ঠান শেষে কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড বিএসসি নার্সিং কলেজসহ কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করবেন।

বঙ্গবন্ধুকন্যার আগমন উপলক্ষে উৎসবের আমেজ মির্জাপুরসহ সারা জেলায়। প্রধানমন্ত্রীকে বরণ করতে নানা আয়োজন করেছে কর্তৃপক্ষ। বর্ণিল সাজে সাজানো হয়েছে নারী জাগরণের সেরা শিক্ষাকেন্দ্র কুমুদিনী কমপ্লেক্সসহ পুরো মির্জাপুর। প্রধানমন্ত্রীর আগমনে কমপ্লেক্সের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে বরণ করতে মনোজ্ঞ ডিসপ্লে প্রস্তুত করেছেন। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত মির্জাপুর ভারতেশ্বরী হোমসে বিভিন্ন দেশের শিক্ষার্থী রয়েছেন প্রায় এক হাজার।

প্রধানমন্ত্রীর আগমনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কুমুদিনী ট্রাস্টের পরিচালক প্রতিভা মুৎসুদ্দি। তিনি বলেন, আমরা অনেক দিন ধরে চাচ্ছি প্রধানমন্ত্রী যদি আমাদের এখানে আসতেন। অবশেষে আমাদের সেই আশা পূরণ হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। প্রধানমন্ত্রীর আগমনে প্রায় ১৫০০ পুলিশসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হক। তিনি বলেন, পুরো মির্জাপুর শহর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কোনো ধরনের নিরাপত্তার ব্যত্যয় ঘটবে না।

প্রধানমন্ত্রী আকাশপথে আজ বেলা ১১টা ২০ মিনিটে মির্জাপুর পৌঁছবেন। বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ও কয়েকজন মন্ত্রীসহ মোট ৩৫০ জন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads