• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মাছে ভেজাল দিলে জেল-জরিমানা

সংগৃহীত ছবি

সরকার

মাছে ভেজাল দিলে জেল-জরিমানা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ মার্চ ২০১৯

মন্ত্রিপরিষদ সোমবার নীতিগতভাবে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিল অনুমোদন করেছে। এর আওতায় মাছ ও মাছজাত পণ্যে ভেজাল বা প্রস্তাবিত আইন অনুযায়ী অন্য কোনো অপরাধের শাস্তি বাড়িয়ে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘বিলের ২০ ধারা অনুযায়ী, আদালত আসন্ন আইন ও এর বিধানের আওতায় অপরাধের জন্য যে কাউকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা সর্বাধিক পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দিতে পারবে।’

বর্তমানে কার্যকর থাকা মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী, শাস্তি সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা, জানান সচিব।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, প্রস্তাবিত আইন অনুযায়ী এসব অপরাধের জন্য প্রশাসনও সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা করতে পারবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads