• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
‘সুদের হার কমান’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি : সংগৃহীত

সরকার

‘সুদের হার কমান’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদের হার এক অঙ্কে নামিয়ে আনতে ব্যাংক মালিকদের প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করার পাশাপাশি ব্যবসায়ীদের সময়মতো ঋণ ও এর সুদ পরিশোধের অনুরোধ জানিয়েছেন।

তিনি গতকাল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) প্রথমবারের মতো জাতীয় শিল্প মেলা-২০১৯ উদ্বোধনকালে বলেন, ব্যাংকঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার জন্য আমরা ব্যাংক মালিকদের তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী কিছু সুযোগ-সুবিধা দিয়েছি। কিন্তু সব ব্যাংক নয়, মাত্র কয়েকটি ব্যাংক সুদের হার ৯ শতাংশে কমিয়ে এনেছে।

শেখ হাসিনা বলেন, ইতঃপূর্বে সরকার তার ৭০ শতাংশ টাকা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে রাখত এবং ৩০ শতাংশ টাকা রাখত বেসরকারি ব্যাংকে। কিন্তু বর্তমানে উভয় ধরনের ব্যাংকেই সমহারে সরকারি টাকা রাখা হয়। তথাপি ব্যাংক মালিকরা সুদের হার কমায়নি বরং শিল্প স্থাপন করে তারা ব্যবসা পরিচালনা করছে। তিনি বলেন, সরকার বরং দেখতে পারে ব্যাংক মালিকরা যথাযথ নিয়মে ভ্যাট ও শুল্ক প্রদান এবং কাঁচা মাল কিনছে কি না। খবর বাসস।

শিল্পায়নের ক্ষেত্রে ব্যাংকঋণ প্রধান বাধা উল্লেখ করে তিনি বলেন, এক সময় ব্যাংকের সুদের হার এক অঙ্কে ছিল। কিন্তু বর্তমানে তা ১৪, ১৫ অথবা ১৬ শতাংশে পৌঁছেছে। প্রধানমন্ত্রী ব্যাংক সুদের হার এ ধরনের উচ্চ পর্যায়ে পৌঁছার জন্য আইএমএফকে (ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড) দায়ী করেন। কারণ, ওই প্রতিষ্ঠানটি প্রেসক্রিপশনের পর সরকার ক্যাপ পদ্ধতি (কম-বেশি সুদহার বেঁধে দেওয়া) প্রত্যাহার করতে বাধ্য হয়। শেখ হাসিনা ব্যবসায়ীদের সময়মতো ঋণ ও এর সুদ পরিশোধের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। স্বাগত বক্তব্য দেন শিল্প সচিব মো. আবদুল হালিম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads