• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি : সংরক্ষিত

সরকার

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় : প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ এপ্রিল ২০১৯

অটিজম আক্রান্তরা সমাজের বোঝা নয়, তাদের মধ্যেও সুপ্ত প্রতিভা আছে, সেই প্রতিভা বিকাশে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে (বিআইসিসি) ১২তম বিশ্ব অটিজম দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন আগামী বাজেটে দেশের ১৪ লাখ প্রতিবন্ধী শিশুকে ভাতার ব্যবস্থা করা হবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় কাজ করছে। দেশে কোন শ্রেণির মানুষ অবহেলিত থাকবে না সেই লক্ষ নিয়েই কাজ করতে সরকার। একইসঙ্গে অটিস্টিকসহ সব ধরনের প্রতিবন্ধী মানুষের অধিকার অর্জনে সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৯ এর উদ্বোধন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads