• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন সোহেল রানা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি : সংগৃহীত

সরকার

উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন সোহেল রানা : প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ এপ্রিল ২০১৯

ফায়ার সার্ভিসকর্মী সোহেল রানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, অন্যের জীবন রক্ষার্থে, নিজের জীবন উৎসর্গ করার ক্ষেত্রে সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।

বনানীর এফ আর টাওয়ারে আটকা পড়া মানুষের জীবন বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা। পরে অতি দ্রুত তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ (সেমাবার) ভোরে ফায়ার সার্ভিসকর্মী সোহেল রানা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা গেছেন।
সোহেল রানা (৩৪) অবিবাহিত ছিলেন। তিনি কিশোরগঞ্জের ইটনা উপজেলার কৃষক নূর ইসলামের ছেলে। চার ভাই-বোনের মধ্যে সোহেল দ্বিতীয়।
উচ্চ মাধ্যমিক পাস করার পর ২০১৪ সালের শেষের দিকে ফায়ার সার্ভিসে যোগ দেন সোহেল।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত ও ৭০ জন আহত হয়। অগ্নিকাণ্ডের পর কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডারে (মই) উঠে আগুন নেভানো ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কাজ করছিলেন। এক পর্যায়ে সোহেলের শরীরে লাগানো নিরাপত্তা হুকটি মইয়ের সঙ্গে আটকে যায়। তিনি মই থেকে পিছলে পড়ে বিপজ্জনকভাবে ঝুলছিলেন। এ সময় তার একটি পা ল্যাডারের চাপে ভেঙে যায়। ল্যাডারের চাপে তার পেটের নাড়ি-ভুড়িও ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads