• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
রেলের জন্য আধুনিক কোচ ও ওয়াগন সংগ্রহ করুন: প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

সরকার

রেলের জন্য আধুনিক কোচ ও ওয়াগন সংগ্রহ করুন: প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ মে ২০১৯

ক্রমবর্ধমান চাহিদা পূরণে বাংলাদেশ রেলওয়ের জন্য আধুনিক যাত্রীবাহী কোচ ও ওয়াগন সংগ্রহ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে তিনি স্থানীয়ভাবে আধুনিক ওয়াগন ও কোচ তৈরিতে সক্ষমতা অর্জনের ওপর জোর দিয়েছেন।

আজ শনিবার নিজের সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-পঞ্চগড় রুটে নতুন একটি আন্তনগর ট্রেন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন যে রেল নেটওয়ার্ক সম্প্রসারিত হওয়ায় এখন অনেক মানুষ ভ্রমণের জন্য রেলকে বেছে নিচ্ছেন।

শেখ হাসিনা রেলওয়ের ওয়ার্কশপ আধুনিকায়নের পাশাপাশি আধুনিক পণ্য পরিবহন ব্যবস্থা চালুর জন্য আরও ওয়াগন ও কোচ যুক্ত করার প্রতি গুরুত্বারোপ করেন।

রেল নেটওয়ার্ক সম্প্রসারণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, পদ্মা সেতুতে রেললাইন নির্মাণ করা হচ্ছে এবং এটি বরিশাল পর্যন্ত বাড়ানো হবে।

বরিশাল থেকে পায়রা এবং পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন করার সরকারি পরিকল্পনাও জানান তিনি।

শেখ হাসিনা বলেন, তার সরকার ২০০৯ সালে ক্ষমতায় এসে রেলওয়ের জন্য নতুন মন্ত্রণালয় গঠন করে এবং এ খাতের উন্নয়নে বিপুল কাজ হাতে নেয়।

তিনি জানান, সরকার দারিদ্র্য দূর এবং মানুষের উন্নত জীবনের জন্য উন্নত ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চায়।

সরকার দেশের রেলওয়েকে আঞ্চলিকের পাশাপাশি ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কের সাথে যুক্ত করতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, তার সরকার সিগন্যাল ব্যবস্থার আধুনিকায়ন এবং ৩৪৬ কিলোমিটার নতুন রেললাইন বসানোর পাশাপাশি অনেক নতুন স্টেশন নির্মাণ ও নতুন ট্রেন চালু করেছে।

রেলওয়েতে আরও কর্মী নিয়োগে পদক্ষেপ নেয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সেই সাথে তিনি রেলওয়ের কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে রেলপথ মন্ত্রণালয়কে তাগিদ দেন।

রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য দেন।

এ সময় গণভবনে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ও বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোয়েমারনো উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads