• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

সরকার

প্রত্যাবাসন কমিশনারসহ ৪ জনকে বদলি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০২ সেপ্টেম্বর ২০১৯

কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের পদ থেকে অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালামকে সরিয়ে যুগ্মসচিব মাহবুব আলম তালুকদারকে সেই দায়িত্ব দিয়েছে সরকার।

মো. আবুল কালামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) হিসেবে নিয়োগপূর্বক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকা রোহিঙ্গাদের দেশে ফেরানোর চেষ্টা দ্বিতীয় দফা ব্যর্থ হওয়ার পর সরকার এ সিদ্ধান্ত নিল।

এ বিষয়ে মো. আবুল কালাম বলেন, ‘আমার দুই বছর পূর্ণ হয়েছে। বিধি অনুযায়ী আমাকে বদলি করা হয়েছে।’

এদিকে রোহিঙ্গা ক্যাম্পে গত ২৫ আগস্ট অনুষ্ঠিত সমাবেশের অনুমতিসহ বিভিন্ন অভিযোগে ক্যাম্প ইনচার্জসহ তিনজনকে বদলি করা হয়েছে।

তারা হলেন- উখিয়ার কুতুপালং ৪ ও ৫ নম্বর ক্যাম্পের ইনচার্জ শামিমুল হক পাভেল (উপসচিব-১৫৮১০) এবং টেকনাফের নয়াপাড়া ১৩, ১৪ ও ১৯ নম্বর ক্যাম্পের ইনচার্জ আবদুল ওয়াহাব রাশেদ (সিনিয়র সহকারী সচিব-১৬২৩৫) এবং সহকারী ক্যাম্প ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম (সহকারী সচিব-১১৪১২)।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads