• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বর্তমান করোনা পরিস্থিতিতেই সংসদের ৭ম অধিবেশনের  প্রস্তুতি চলছে

সংগৃহীত ছবি

সরকার

বর্তমান করোনা পরিস্থিতিতেই সংসদের ৭ম অধিবেশনের প্রস্তুতি চলছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০২০

বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেই সংসদ সচিবালয় সংসদের ৭ম অধিবেশন আহ্বানের প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে আগামী ১৮ এপ্রিল অধিবেশন শুরুর প্রস্তাবনা সংক্রান্ত ফাইল প্রস্তুত করেছে সংসদ সচিবালয়। ফাইলটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলে সোমবারই রাষ্ট্রপতির কাছে ফাইল নিয়ে যাবেন সংসদের কর্মকর্তারা।

রাষ্ট্রপতির অনুমতি পাওয়া গেলে ওই দিন কিংবা প্রধানমন্ত্রীর দেয়া যেকোনো দিন অধিবেশন বসতে পারে। সংসদের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, এক অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে অধিবেশন আবার বসার নিয়ম আছে। সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছে ১৮ ফেব্রুয়ারি। কিন্তু করোনার কারণে এই অধিবেশন ডাকায় অনিশ্চয়তা দেখা দেয়। তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংসদের বৈঠক করার পরিকল্পনা ছিল।

সংবিধানের ৭২ নং অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের অতিরিক্ত বিরতি থাকবে না। রাষ্ট্রপতি এ দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী কাজ করবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads