• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
এ লড়াইয়ে ধৈর্য হারালে চলবে না : ওবায়দুল কাদের

সংগৃহীত ছবি

সরকার

এ লড়াইয়ে ধৈর্য হারালে চলবে না : ওবায়দুল কাদের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ মে ২০২০

দেশ ও জাতির এ সংকটকালে যারা নিবেদিত প্রাণ তাদের জাতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এ লড়াইয়ে ধৈর্য হারালে চলবে না, সরকার কর্মহীন মানুষদের পাশে আছে।’

তিনি আজ সকালে তাঁর সরকারি বাসায় ব্রিফিংকালে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘করোনা সংকট একটি বৈশ্বিক সংকট, এ সংকটে পোশাকশিল্পের মালিকদের উদার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’

তিনি বলেন, ‘পোষাক শিল্পের মালিকদের পাশে সরকার রয়েছে, মালিকরা আশা করি শ্রমিকদের পাশে থাকবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন পর্যায়ে তালিকা অনুযায়ী যে ত্রাণ কার্যক্রম চলছে তাতে পরিবহনসহ অন্যান্য শ্রমিকদের অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।’

জেলা প্রশাসন এ বিষয়টি গুরুত্বের সাথে নিবেন বলেও জানান ওবায়দুল কাদের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads