• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

সরকার

দুর্নীতির অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী 

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ অক্টোবর ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতির অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা যখনই কোন দুর্নীতি পাই তা প্রতিরোধে ব্যবস্থা করছি।

আজ রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজতজয়ন্তী অনুষ্ঠানে অনলাইনে যোগদান করে তিনি এ কথা বলেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সংগঠনটির রজতজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতি করছে না। দুর্নীতির বীজ বপন করে গেছে জিয়া, এরশাদ ও খালেদা জিয়া। ৭৫ এর পর যারা সরকার গঠন করে, তারা ছিল স্বাধীনতার বিপক্ষের শক্তির সমর্থক। যে জাতি তার ইতিহাস, ত্যাগের কথা ভুলে যায় সেই জাতির উন্নতি হয় না বলেও জানান তিনি। 

তিনি আরো বলেন, মানুষ যদি পাশে না থাকে তাহলে কিছুই অর্জন করা যায় না। আমরা যা করি মানুষকে সাথে এবং পাশে নিয়ে করি। 

সাংবাদিকদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, আপনারা আমাদের শাসনামলের তুলনা করে দেখেন আমরা কতটা উন্নতি করেছি। আমরা পারলে ২১ বছর যারা ক্ষমতায় ছিল তারা কেন পারে নাই? এটা যদিও নীতির বিষয়।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জনগণ প্রথম বুঝতে পেরেছে, সরকার জনগণের সেবক। পঁচাত্তরের পর বাংলাদেশকে খুনির দেশ হিসেবে দেখতো বিশ্ব।

ডিআরইউ'র রজতজয়ন্তী উদযাপন কমিটির চেয়ারম্যান ও সাবেক সভাপতি শাহজাহান সরদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রজতজয়ন্তী উপলক্ষে ‘কর্মের গৌরবে প্রাণের সৌরভে বিপুল শক্তি একসাথে শতপ্রাণে’ স্লোগানকে সামনে রেখে চার দিনব্যাপী রজতজয়ন্তী উদযাপনের নানা কর্মসূচি গ্রহণ করেছে ডিআরইউ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads