• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

আন্তর্জাতিক

পর্ন কেলেঙ্কারিতে যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী’র পদত্যাগ

  • প্রকাশিত ২১ ডিসেম্বর ২০১৭

পর্নোগ্রাফি সংক্রান্ত কলঙ্কে জড়িয়ে পড়ায় যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন উপপ্রধানমন্ত্রী ডেমিয়ান গ্রিন।

ডেমিয়ান তার কার্যালয়ের কম্পিউটারে পর্ণগ্রাফি থাকার অভিযোগের বিরুদ্ধে ভিত্তিহীন ও অসংগতিপূর্ণ বিবৃতি দেন। তবে পদত্যাগপত্রে এ কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।

কম্পিউটারে পর্নগ্রাফি ডাউনলোড করা কিংবা দেখার অভিযোগ ডেমিয়ান বরাবরই অস্বীকার করে এসেছেন। পরবর্তীতে তদন্তে দেখা যায়, ডেমিয়ান আত্মপক্ষ সমর্পণে যে বিবৃতি দিয়েছিলেন তা ঠিক ছিল না। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী টেরিজা মে'র অনুরোধে তিনি পদত্যাগ করেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে’র ঘনিষ্ঠতম মিত্রদের মধ্যে অন্যতম এবং সবচেয়ে ঊর্ধ্বতন এই মন্ত্রী দলীয় কোন্দল সামলে দলকে একতবদ্ধ রাখায় সব সময় সহায়ক ভূমিকা পালন করে এসেছেন।  প্রধানমন্ত্রী মে তার বিদায়ে গভীর দুঃখ প্রকাশ করে একটি লিখিত বিবৃতিও দিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads