• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

ছবিঃ অনলাইন

আন্তর্জাতিক

বিমান নাকি টাইম মেশিন!

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৪ জানুয়ারি ২০১৮

বৈজ্ঞানিক কল্পকাহিনীর বদৌলতে টাইম মেশিনে চেপে অতীতে ফিরে যাওয়ার স্বপ্ন আমরা কে না দেখেছি! কিন্তু এবার বাস্তবেও সাধারণ যাত্রী বিমানে করেই অতীতে ফিরে যেতে সক্ষম হলো মানুষ।

হাওয়াইয়ান এয়ারলাইনস ফ্লাইট নং ৪৪৬। গত বছর ডিসেম্বরের ৩১ তারিখ রাত ১১:৫৫ মিনিট সময়ে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে হনলুলুর দিকে যাত্রা করার কথা ছিলো এর। কিন্তু ১০ মিনিটের এক অপ্রত্যাশিত যাত্রা বিলম্বের কারনে বিমানটির উড্ডয়নকাল দেখানো হয় ১২:০৫, ১ জানুয়ারি, ২০১৮।

কিন্তু মজার বিষয় হলো- আন্তর্জাতিক তারিখ রেখা অনুযায়ী হনলুলুর স্থানীয় সময় অকল্যান্ডের স্থানীয় সময় থেকে ২৩ ঘন্টা পিছিয়ে। তাই আট ঘন্টার উড়াল সফর শেষে উড়োযানটি হনলুলুতে যখন অবতরণ করে, তখন সময় ভোর ১০:১৬, ৩১ ডিসেম্বর, ২০১৭।

ওয়াশিংটন ডিসি'র রিপোর্টার স্যাম সুইনী এই উদ্ভট যাত্রাকালের ব্যাপারটি প্রত্যক্ষ করেন এবং এই বিষয় নিয়ে টুইটারে একটি পোস্ট করেন। অধিকাংশের কাছেই বিষয়টি হাস্যরসাত্মক হয়ে উঠলেও এ ব্যাপারে অনলাইনে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads