• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

আন্তর্জাতিক

বায়ু দূষণ রোধে ইইউ'র শেষ সুযোগ

  • বাসস
  • প্রকাশিত ৩০ জানুয়ারি ২০১৮

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বায়ু দূষণের মাত্রা নির্ধারণে আলোচনার ‘শেষ সুযোগ’ কাজে লাগাতে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের পাশাপাশি বায়ু দূষণের জন্য দায়ী অন্য ছয়টি দেশের মন্ত্রীদের প্রতি বৈঠকের বসার আহ্বান জানিয়েছে।

এই আহ্বানে সাড়া দিতে ব্যর্থ হলে ব্রাসেলস তাদেরকে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত ইউরোপিয়ান আদালতের সম্মুখিন করতে পারে।

সোমবার ইউরোপীয় কমিশনের মুখপাত্র মার্গারিটিস স্কিনাস সাংবাদিকদের বলেন, ইইউ’র এনভায়রমেন্ট কমিশনার কারমেনু ভেলা মন্ত্রীদের এই সমস্যা সমাধানের শেষ সুযোগ দিতে যাচ্ছেন।’

স্কিনাস সতর্ক করে বলেন, ‘অন্যথায় তাদেরকে আদালতের সম্মুখীন হতে হবে।’

ফ্রান্স, জার্মানী, ব্রিটেন, স্পেন, হাঙ্গেরী, ইতালি, চেক রিপাবলিক, স্লোভাকিয়া ও রোমানিয়ার পরিবেশ মন্ত্রীদের এ ব্যাপারে ডেকে পাঠানো হয়েছে।

এই দেশগুলো সুনির্দিষ্ট ক্ষতিকর পদার্থ ও আজোট ডাইঅক্সাইড থেকে ইউরোপবাসীদের রক্ষায় কার্বণ নিঃসরণের যে মাত্রা বেঁধে দেয়া হয়েছে তা প্রায়ই লংঘন করে আসছে।

ইউরোপিয়ান কমিশন জানায়, ২৮টি সদস্যরাষ্ট্রের মধ্যে মোট ২৩টি দেশ এই বেঁধে দেয়া মাত্রার চেয়ে বেশি কার্বণ নিঃসরণ করে।

সূত্রঃ এএফপি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads