• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

আন্তর্জাতিক

রাখাইনের রাজধানী সিতুইতে বোমা বিস্ফোরণ

  • বাসস
  • প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি ২০১৮

 

মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিতুইতে শনিবার ভোরে পৃথক স্থানে তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। বোমা বিস্ফোরণের এসব স্থানের মধ্যে উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার বাসভবনও রয়েছে। রাখাইন পুলিশ একথা জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র কর্মকর্তা জানান, ‘কয়েকটি স্থানে তিনটি বোমার বিস্ফোরণ ঘটে এবং অবিস্ফোরিত তিনটি বোমা উদ্ধার করা হয়। বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হলেও তারা অবস্থা ততটা গুরুতর না।’ তিনি আরো জানান, এসব বোমা বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি।

ওই কর্মকর্তা আরো জানান, স্থানীয় সময় রাত চারটার দিকে রাজ্য সরকার সেক্রেটারির বাসভবন চত্ত্বর, একটি অফিস ও সমুদ্র সৈকত অভিমুখী একটি সড়কে এসব বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

সূত্রঃ এএফপি

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads