• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

আন্তর্জাতিক

মাদক নিয়ন্ত্রণে অঙ্গীকারবদ্ধ মিয়ানমার ও ভারত

  • বাসস
  • প্রকাশিত ২৫ ফেব্রুয়ারি ২০১৮

মিয়ানমার ও ভারত মাদক নিয়ন্ত্রণে পারস্পারিক সহযোগিতার অঙ্গীকার করেছে।

রাষ্ট্রীয় প্রচারমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার রোববার একথা জানিয়েছে।

ইয়াঙ্গুনে মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মহাপরিচালক পর্যায়ের তৃতীয় দ্বিপক্ষীয় বৈঠকে এ অঙ্গীকার ব্যক্ত করে দেশ দুটি। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

বৈঠকে দু’দেশের মহাপরিচালক পর্যায়ের দ্বিতীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমের ওপর পর্যালোচনা করা হয়।

বৈঠকে মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সেক্রেটারি অব সেন্ট্রাল কমিটি ফর ড্রাগ এ্যাবিউজ কন্ট্রোল পুলিশের মেজর জেনারেল অং উইন উ এবং ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ডিরেক্টর জেনারেল অব মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর শ্রী অভয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads