• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

আন্তর্জাতিক

১৯ রুশ নাগরিকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৬ মার্চ ২০১৮

সাইবার হামলার মাধ্যমে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ১৯ রাশিয়ার নাগরিক এবং পাঁচটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার এ সম্পর্কে খবর প্রকাশ করেছে উইয়ার্ড ডট কম। খবরে বলা হয়,অভিযুক্ত ওই রাশিয়ার নাগরিকদের বেশিরভাগই তথাককিত সংস্থা ‘ইন্টারনেট রিসার্চ এজন্সি’র সদস্য বলে জানা গেছে। যারা যুক্তরাষ্ট্রের বিপরীতে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলার সঙ্গে জড়িত।

এ প্রসঙ্গে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মনচিন বলেন, রাশিয়ার নাগরিকরা ধ্বংসাত্মক ‘সাইবার হামলায় এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোকে নিরস্ত্রীকরণে’ অভিযুক্ত হয়েছেন।
তিনি বলেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার চলমান পৈশাচিক হামলার ফল।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর থেকেই মস্কোর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে। এ নিয়ে বিভিন্ন সময় হুমকিও দিয়ে আসছিল ট্রাম্প প্রশাসন। সেই হুমকির প্রায় দুই বছর পর মস্কোর বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা জারি করলো ওয়াশিংটন ।

এর আগে বুধবার (১৪ মার্চ) লন্ডনে ২৩ কূটনৈতিককে বহিষ্কার করে ব্রিটেনের টেরেজা মে সরকার। সাবেক রুশ গোয়েন্দা কর্মকর্তা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ারের ওপর রাশিয়ার তৈরি নার্ভ এজেন্ট ব্যবহারের বিষয়ে দেশটি কোনো ব্যাখ্যা না দেওয়ায় এ সিদ্ধান্ত নেয় ব্রিটেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads