• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

আন্তর্জাতিক

পুতিনকে ট্রাম্পের অভিনন্দন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২১ মার্চ ২০১৮

চতুর্থ মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফোন করে পুতিনের সঙ্গে কথা বলেন ও তাকে অভিনন্দন জানান ট্রাম্প।

রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন। এর দুই দিন পর মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে পুতিনকে অভিনন্দন জানানো হলো।

বিবিসির খবরে বলা হয়েছে, এসময় অস্ত্র নিয়ন্ত্রণ, ইউক্রেন ও সিরিয়া ইস্যুতে আলোচনার জন্য ‘নিকট ভবিষ্যতে’ পরস্পর সাক্ষাতের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প।

পুতিনকে ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, কিন্তু আমাদের যা আছে কাউকে আমরা কখনো তার কাছাকাছি আসতে দিবো না।’

তবে ট্রাম্প-পুতিন কথোপকথনে রাশিয়া-ব্রিটেন টানাপোড়েনের বিষয়টি অনুপস্থিত ছিল।

পশ্চিমা নেতাদের মধ্যে প্রথম জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল পুতিনকে শুভেচ্ছা জানান। নির্বাচনে জয়ের একদিন পর সোমবার তিনি পুতিনকে ‘উষ্ণ অভিনন্দন’ জানিয়েছেন।

অন্যান্য পশ্চিমা নেতাদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশন প্রধান জ্য ক্লদ জাঙ্কার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইতোমধ্যে পুতিনকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads