• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

জীবন ধারা

বাংলাদেশ চা প্রদর্শনী'র দ্বিতীয় আসর

  • প্রকাশিত ০৩ ফেব্রুয়ারি ২০১৮

১৮-২০ ফেব্রুয়ারি রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ চা প্রদর্শনী-২০১৮। গতকাল এক সংবাদ সম্মেলনে এ প্রদর্শনীর ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে আয়োজিত প্রদর্শনীটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সচিবালয়ে গতকাল প্রদর্শনীটির আনুষ্ঠানিক ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসুসহ বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, কর্মকর্তা ও চা শিল্পসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ বছর বাংলাদেশ চা প্রদর্শনী-২০১৮ আরো বর্ণাঢ্য করার উদ্যোগ নেয়া হয়েছে। এ বছরও উদ্বোধনী অনুষ্ঠানে চায়ের একটি ক্লোন জাত (বিটি-২১) অবমুক্ত করা হবে। এছাড়া চা শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। ক্যাটাগরিগুলো হলো— শ্রমিককল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান, চা উৎপাদনের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান, চায়ের গুণগত মানের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান, দৃষ্টিনন্দন চা মোড়কের ভিত্তিতে শ্রেষ্ঠ চা কোম্পানি, বৈচিত্র্যময় চা-পণ্য বাজারজাতের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান, শ্রেষ্ঠ স্মল গ্রোয়ার ও প্রদর্শনীর শ্রেষ্ঠ প্যাভিলিয়ন।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, প্রদর্শনীর দ্বিতীয় দিনে ‘ক্যারিয়ার প্রসপেক্টস ইন টি সেক্টর’ শীর্ষক একটি সেমিনার ও তৃতীয় দিনে ‘ডাইভারসিফিকেশন অব টি ইন বাংলাদেশ/ আর্টিজান টি’ শীর্ষক আরেকটি সেমিনারের আয়োজন করা হবে। এছাড়া মিনি অকশন ও চা আড্ডার ব্যবস্থা রাখা হবে। চা প্রদর্শনী উপলক্ষে ‘লেবার ওয়েলফেয়ার ইন টি গার্ডেনস ইন বাংলাদেশ’, ‘প্রসপেক্ট অব টি ট্যুরিজম ইন বাংলাদেশ’ ও ‘টি অ্যান্ড ইওর হেলথ’ শীর্ষক বিষয়ে তিনটি টিভি টকশোর আয়োজন করা হবে। এছাড়া প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ চা প্রদর্শনী-২০১৮ আয়োজনে সহযোগিতা করবে বাংলাদেশীয় চা সংসদ, এমএম ইস্পাহানি লিমিটেড, দ্য কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড (ফিনলে), আবুল খায়ের কনজিউমার প্রডাক্টস লিমিটেড, ডানকান ব্রাদার্স (বাংলাদেশ) লিমিটেড, হালদা ভ্যালি টি কোম্পানি লিমিটেড, সিটি গ্রুপ ও ওরিয়ন গ্রুপ।

বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, এ শিল্পের সামগ্রিক কর্মকাণ্ড দেশের জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে গত বছরের ১২-১৪ জানুয়ারি প্রথমবারের মতো বাংলাদেশ চা প্রদর্শনী আয়োজন করা হয়। এতে ভারতের সাতটি কোম্পানিসহ মোট ৪৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রায় ২০ হাজার দর্শক সমাগম ঘটেছিল গতবারের আয়োজনে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads