• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

জীবন ধারা

ফেসবুক থেকে ভাঙছে প্রেম!

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ মার্চ ২০১৮

‘দুজনের জানাশোনায় ঘাটতি। শুরু হয় সন্দেহের। কম গুরুত্ব দিচ্ছে- এমন ভাবনাও সন্দেহ জন্ম দেয়।’ কথাগুলো নূরজাহান হাসির। মাস্টার্সের শিক্ষার্থী। পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রেম আর সন্দেহ নিয়ে তিনি নিজের অভিজ্ঞতাটাই জানাচ্ছিলেন পেজ নাইনকে। ‘প্রেম আসলে একটা বিশ্বাসের নাম। এটা রক্ষা করতে পারাটাই সৌন্দর্য। এটাকে যত্ন করে পুষতে হয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে একঝাঁক তরুণ-তরুণীর আড্ডায় এমন কথাই উঠে এলো। প্রেম করেন? এমন প্রশ্নে কয়েকজনের মুখে লাজুক হাসি খেলে গেলো। প্রশ্ন ছিল প্রেম ভাঙে কেন? শারমিন সেতু নামে এক শিক্ষার্থী হেসে বললেন, ‘মূল কারণ তো সন্দেহ। আমার দেখা বেশিরভাগ প্রেমই ভেঙেছে ফেসবুকের পাসওয়ার্ড আর মেসেঞ্জার দেখতে না দেওয়ায়।’ আড্ডার সবাই একসঙ্গে হেসে উঠলেন। হাসি থামিয়ে রাসেল রায়হান অনেকটা অনুযোগের সুরেই বললেন, ‘এই যে এই কথায় বন্ধুরা হেসে ফেলল, এটা কিন্তু হাসির কথা নয়। প্রেম মানেই বিশ্বাস। শাশ্বতকালের চিত্রেও প্রেমের একই রূপ দেখা যায়। বর্তমানে প্রেমের ধরন একটু পাল্টেছে ঠিকই, কিন্তু সন্দেহ সেই আগের জায়গাতেই আছে।’

জিজ্ঞেস করলাম, কী রকম? রায়হান উত্তর দিলেন সঙ্গে সঙ্গেই, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে জানাশোনা বেড়েছে। একজএর এখন অনেক বন্ধু। ফলে প্রেমিককে সময় না দিয়ে বন্ধুকে সময় দিলেও সন্দেহ দেখা দেয়।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads