• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে গাড়ি পুরস্কার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন

সংক্ষিত ছবি

মহানগর

মতবিনিময় সভায় সাঈদ খোকন

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে গাড়ি পুরস্কার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ আগস্ট ২০১৮

এবার দ্রুত সময়ে যে এলাকার কোরবানির বর্জ্য অপসারণ করা হবে সে ওয়ার্ড কাউন্সিলরকে গাড়ি পুরস্কারের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। নগর ভবনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

মেয়র বলেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমরা প্রস্তুতি শুরু করেছি। বরাবরের মতো এবারো ব্লিচিং পাউডার ও বিনামূল্যে ব্যাগ সরবরাহ করা হবে। কোটি মানুষের বাস এ শহরে। তারপরও আমরা গতবার ২৪ ঘণ্টায় বর্জ্য পরিষ্কার করেছি। এবারো করব। তবে এজন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপক জাহিদ হোসেন, ডিএসসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলাল, কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকমুদ, স্থপতি মোবাশ্বের হোসেনসহ বিভিন্ন এলাকা থেকে আগত ইমাম ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজার পরিদর্শন শেষে সাঈদ খোকন বলেছেন, আদা, রসুন ও পেঁয়াজসহ মসলার দাম স্থিতিশীল রয়েছে।

তিনি বলেন, ঈদে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পাইকারি বাজারের দাম যাচাই-বাছাই করতে এসেছি। দাম নিয়ন্ত্রণে আছে। গত বছরের তুলনায় এ বছর রসুন ও পেঁয়াজের দাম কম। এ ছাড়া অন্য মসলার দাম স্থিতিশীল।

এবার ঈদের আগে মসলার দাম বাড়বে না উল্লেখ করে মেয়র বলেন, আমরা ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে কথা বলে জেনেছি, এ বছর মসলার মজুত পর্যাপ্ত। সরবরাহ ভালো। তাই দাম বাড়ার আশঙ্কা নেই। পাইকারি বাজারের দর-দাম দেখে গেলাম। আমরা পণ্যের মূল্যতালিকা তৈরি করছি, এটি খুচরা বাজারে দেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads