• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মোবাইল কল রেট বাড়ানো ‘অগণতান্ত্রিক ও অনৈতিক’

মোবাইল ফোনের কল রেট বাড়ানোর সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক ও অনৈতিক’ উল্লেখ করে এর প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন

সংগৃহীত ছবি

মহানগর

মোবাইল কল রেট বাড়ানো ‘অগণতান্ত্রিক ও অনৈতিক’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ আগস্ট ২০১৮

মোবাইল ফোনের কল রেট বাড়ানোর সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক ও অনৈতিক’ উল্লেখ করে এর প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল শনিবার এ মানববন্ধন করা হয়।

সংগঠনের সভাপতি মহিউদ্দীন আহমেদ বলেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গ্রাহকদের স্বার্থ বিবেচনায় না নিয়ে অপারেটরদের স্বার্থে ভয়েস কল রেট বাড়িয়েছে। ফ্লোর রেট (সর্বনিম্ন) ২৫ পয়সা থেকে ৪৫ পয়সা করার সিদ্ধান্ত বাস্তবায়নের আগে গ্রাহকদের মতামত নেওয়া উচিত ছিল। তিনি বলেন, সঠিক সেবা না পেয়েও বর্তমানে গ্রাহকরা তুলনামূলক বেশি পয়সা দিয়ে আসছেন। এ সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যয় আরো বাড়বে। এ সিদ্ধান্ত অগণতান্ত্রিক ও অনৈতিক।

মহিউদ্দীন আহমেদ জানান, বর্তমান রেটে অপারেটর+ আইসিএক্স+ আইজডব্লিউ+ এনটিটিএন’র ভ্যাট যোগ করলে কল রেট দাঁড়াবে প্রায় ৫২ পয়সা, যা আগের অফ নেটের ফ্লোর রেটের সমান। এই মানববন্ধনে সংহতি জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্পাদকমণ্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স বলেন, শুধু অপারেটরদের আবেদনের পরিপ্রেক্ষিতে লোকচক্ষুর অন্তরালে কল রেট বাড়ানো মেনে নেওয়া যায় না। অবিলম্বে কল রেট বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করে জনগণের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ জনগণকে ফেরত দেওয়ার দাবি জানান তিনি।

মানববন্ধনে আরো অংশ নেন- গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, সাবেক সংসদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের চেয়ারম্যান কাজী ছাবের আহমেদ ছাব্বীর প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য কাজী আমান উল্যাহ মাহফুজ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads