• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মিরপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধ

প্রতীকী ছবি

মহানগর

মিরপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০১৮

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে আসাদুল (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন।

রোববার রাত সাড়ে ৩টার দিকে মিরপুরের বেড়িবাঁধ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‍্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল ও ১০৫২ পিস ইয়াবা, চার কেজি গাঁজা ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাবের জানায়, রাতে র‌্যাব-২–এর সদস্যরা মিরপুর বেড়িবাঁধ এলাকায় টহল দিচ্ছিল। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী বেড়িবাঁধের বিরুলিয়া এলাকায় অবস্থায় করছিল। টহল দল সেখানে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads