• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
পুলিশের ওপর ইট নিক্ষেপ

সোহাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভায় যোগ দিতে আসা একজনকে মৎস্য ভবন এলাকায় আটক করে পুলিশ

ছবি : বাংলাদেশের খবর

মহানগর

বিএনপির সমাবেশস্থলে মারামারি

পুলিশের ওপর ইট নিক্ষেপ

বিভিন্ন এলাকা থেকে আটক ১০

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ অক্টোবর ২০১৮

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে আসা নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এছাড়া মৎস্য ভবন এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন বিএনপি নেতাকর্মীরা। গতকাল সকাল থেকে বিভিন্ন সময় এসব ঘটনা ঘটে। সমাবেশে যোগদান এবং ফেরার পথে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে আটকের দাবি করেছে বিএনপি। তবে পুলিশের তরফ থেকে এ বিষয়ে অস্বীকার করা হয়। সমাবেশে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, দু’চারজনকে আটক করা হলেও তারা বিভিন্ন মামলার আসামি। বিএনপিপ্রধান কারাবন্দি খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আয়োজন করে বিএনপি। সকাল থেকেই দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশে আসতে থাকা নেতাকর্মীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। নিজেদের পূর্বের গ্রুপিংয়ের জের ধরে সমাবেশে মুখোমুখি হওয়ায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার সঙ্গে জড়িত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা বাংলাদেশের খবরকে বলেন, তিতুমীর কলেজ ছাত্রদলের সঙ্গে আমাদের অনেক দিনের গ্রুপিং চলছিল। এর জের ধরেই প্রতিপক্ষকে এখানে পেয়ে ধাওয়া দিয়েছি। নেতাকর্মীরা দু’পক্ষের মারামারি থামিয়ে সমাবেশস্থল থেকে তিতুমীর কলেজ ছাত্রদলকে বের করে দেন।

এদিকে রাজধানীর মৎস্য ভবন এলাকায় শাহবাগ থানা বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছেন। মৎস্য ভবনের কোনা থেকে নেতাকর্মীদের একটি মিছিল সোহরাওয়ার্দী উদ্যানে যেতে চাইলে ‍পুলিশ তাদের কিছুক্ষণের জন্য থামিয়ে রাখে। এ সময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। তবে পুলিশ শিশুপার্ক ইউনিট বিএনপির সভাপতি হারুনকে ঘটনাস্থল থেকে আটক করেছে বলে নেতাকর্মীদের দাবি। তবে পুলিশের কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহম্মেদ সন্ধ্যায় দাবি করেন, সমাবেশে যোগদানের সময় যাত্রাবাড়ী, গাবতলী, শাহবাগসহ নগরীর বিভিন্ন এলাকা থেকে ১০ জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads