• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
কোটা বহালের দাবিতে শাহবাগ অবরোধ

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে চলছে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ

সংগৃহীত ছবি

মহানগর

কোটা বহালের দাবিতে শাহবাগ অবরোধ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৪ অক্টোবর ২০১৮

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন মুক্তিযোদ্ধার সন্তানরা।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে তারা এই অবরোধ শুরু করে। তাদের দাবি, ৩০ শতাংশ কোটা বহাল রাখতে হবে।

শাহবাগ অবরোধের ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, মুক্তিযোদ্ধার সন্তানরা শাহবাগে সড়ক অবরোধ করেছেন। আপাতত যান চলাচল বন্ধ। আমরা তাদের চলে যেতে অনুরোধ করেছি।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে প্রায় শ’খানেক আন্দোলনকারী একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শাহবাগে মোড়ে যায়। পরে সেখানে সবদিকের রাস্তা বন্ধ করে তারা সড়কে অবস্থান নেয়। এতে শাহবাগ ও এর আশেপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়।

উল্লেখ্য, বুধবার কোটা বাতিল/পর্যালোচনা/সংস্কারের জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটি সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে কোটা বাতিলের প্রস্তাব রেখে যে সুপারিশ করেছিল, তাতে অনুমোদন দেয় মন্ত্রিসভা। এর পরপরই মুক্তিযোদ্ধার সন্তান, নাতি-নাতনি এবং পরিবারের সদস্যরা প্রতিবাদ জানায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads